Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

যুবসমাজকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণ এবং সঠিক দিক-নির্দেশনা, জ্ঞান ও দক্ষতা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে অত্র কার্যালয়ের কার্যাক্রম সমূহ এনজরে-

 ১।বেকার যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচিঃ

             অত্র কার্যালয়ে বিভিন্ন ট্রেডে দুই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু আছে ।                      

             (ক)প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি ও (খ) অপ্রতিষ্ঠানিক/ভ্রম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি।

২। প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান কর্মসূচিঃ

              প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে  কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভশীল  

              হওয়ার জন্য  প্রশিক্ষিত যুবদের উদ্বুদ্ধ করা হয়।

৩। যুবঋণ কর্মসূচিঃ

           অত্মনির্ভশীল হওয়ার জন্য প্রকল্পগ্রহণকারী যুবদের মাঝে যুবঋণ কর্মসূচি চালু অছে।

         ১।অপ্রাতিষ্ঠানিক কোর্সে ক) ১ম দফা সর্বোচ্চ ১.০০ লক্ষ টাকা                                                                       খ) ২য় দফা সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা                              ২। প্রাতিষ্ঠানিক                ক) ১ম দফা  সর্বোচ্চ১.৫০ লক্ষ টাকা                                                                     খ) ২য় দফা সর্বোচ্চ ২.০০ লক্ষ টাকা

৪।ঋণের দফা কমানো এবং ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধিকরণঃ-

    ক)অধিক সংখ্যক যুবকে ঋণ সুবিধার আওতায় আনার লক্ষ্যে ঋণ কর্মসূচীর আওতায় একজন প্রশিক্ষিত যুব-কে বিদ্যমান ৩ দফায় ঋণ প্রদানের পরিবর্তে ২ দফায় প্রদান করতে হবে;

      খ)ঋণ পরিশোধের মেয়াদ নিম্ন বর্ণিত হারে নির্ধারণ করতে হবে-

              বিবরণ                                               ঋণ পরিশোধের সময়

   ১.০০ লক্ষ টাকা পর্যন্ত                                  সর্বোচ্চ ৩৬ মাস

    ১.০১  লক্ষ থেকে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত       সর্বোচ্চ ৪২ মাস

    ১.৫১  লক্ষ থেকে ২.০০ লক্ষ টাকা পর্যন্ত       সর্বোচ্চ ৪৮ মাস

৫। যুব উদ্দ্যোক্তা ঋণঃ-

      ক)যুব উদ্দ্যোক্তা ঋণের সিলিং সর্বোচ্চ ৫.০০ লক্ষ টাকা উন্নীত করা হলো।

      খ) ঋণ পরিশোধের মেয়াদ নিম্নোক্তভাবে নির্ধারণ করতে হবে-

         বিবরণ                                               ঋণ পরিশোধের সময়

   ৩.০০ লক্ষ টাকা পর্যন্ত                                  সর্বোচ্চ ৩৬ মাস

    ৩.০১  লক্ষ থেকে ৪.০০ লক্ষ টাকা পর্যন্ত       সর্বোচ্চ ৪২ মাস

    ৪.০১  লক্ষ থেকে ৫.০০ লক্ষ টাকা পর্যন্ত       সর্বোচ্চ ৪৮ মাস

৬। সেচ্ছাসেবী যুব সংগঠন তৈরী ও নিবন্ধন/রেজিষ্ট্রেশন কর্মসূচিঃ

                  যুবদেরকে সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন করার লক্ষ্যে যুবদের সামাজিক

                  কর্মকান্ডে উদ্বুদ্ধ করে যুব সংগঠন তৈরী ও রেজিষ্ট্রেশন করা করা হয়

৭। যুব সংগঠনের অনুদান কর্মসূচিঃ

সেচ্ছাসেবী যুব সংগঠন সমূহের মাঝে বিভিন্ন প্রকল্পের বিপরিতে যুব কল্যাণ

তহবিল থেকে অনুদান প্রদান করা হয়।