যুবসমাজকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণ এবং সঠিক দিক-নির্দেশনা, জ্ঞান ও দক্ষতা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে অত্র কার্যালয়ের মার্চ/২০২৫ পর্যন্ত অর্জনঃ-
০১) বেকার যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণঃ
অত্র কার্যালয়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে-
যুবক= ৫১৩১ জন
যুব মহিলা= ৪৯৩৫ জন
সর্বেমোট= ১০,০৬৬ জন
০২) প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান কর্মসূচিঃ
প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভশীল
হওয়ার জন্য প্রশিক্ষিত যুবদের উদ্বুদ্ধ করনে আমাদের অর্জন-
যুবক= ২৫৯৪ জন
যুব মহিলা= ৩০৩২ জন
সর্বেমোট= ৫৬২৬ জন
০৩) যুবঋণ কর্মসূচিঃ
আমাদের মূল ঋণ তহবিল মোট= ২৫,৩৮,৮০০/- টাকা ঘুর্নয়মান হিসাবে মার্চ/২৫ পর্যন্ত ৩০ জন যুবদের মাঝে যুব ঋণ প্রদান করা হয়েছে-
প্রাতিষ্ঠানিক ট্রেডে ০৮ জন যুবদের মঝে= ৯৩০০০০/- টাকা
এবং অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ২২ জন যুবদের মঝে= ১৯২০০০০/- টাকা
৩০ জন যুবদের মঝে ঋণ প্রদান করা হয় সর্বোমোট= ২৮৫০০০০/- টাকা
০৪) সেচ্ছাসেবী যুব সংগঠন তৈরী ও নিবন্ধন/রেজিষ্ট্রেশন কর্মসূচিঃ
মার্চ/২০২৫ পর্যন্ত ০৫ টি বেসরকারী সেচ্ছাসেবী যুব সংগঠনকে
রেজিষ্ট্রেশন প্রদান করা হয়েছে।
০৫) যুব সংগঠনের অনুদান কর্মসূচিঃ
মার্চ/২০২৫ পর্যন্ত ০৬ টি বেসরকারী সেচ্ছাসেবী যুব সংগঠনকে বিভিন্ন
প্রকল্পের বিপরিতে ২৬০০০০/= টাকা অনুদান প্রদান করা হয়।
এপিএ চুক্তি অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরের ৩য় ত্রৈমাসিক অর্জনের প্রমানক-
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস